খুলনা বিভাগ, জেলার খবর, নড়াইল | তারিখঃ অক্টোবর ৫, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 1247 বার
নড়াইল প্রতিনিধি : শারদীয় দূর্গাপূজা উৎসব উপলক্ষে নড়াইলে ৩৩টি শ্রী শ্রী হরিলীলামৃত স্কুলের শিক্ষকদের মাঝে সম্মানী প্রদান ও আলোচনা সভা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) বিকেলে শহরের কুড়িগ্রাম এলাকায় নিশিনাথতলা মন্দিরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করে জেলা শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন। সভাপতিত্ব করেন জেলা মতুয়া মিশনের সভাপতি অসীম পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম এম আরাফাত হোসেন, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিসান আলী, জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু ও সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিদুর কান্তি বিশ্বাস, জেলা মতুয়া মিশনের উপদেষ্টা অশোক কুন্ডু, সাধারণ সম্পাদক অসীম বিশ্বাস, সহসভাপতি নিমাই বিশ্বাস ও ধীমানরঞ্জন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মতুয়া দেব মজুমদার ও প্রসেনজিত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তপন সিকদার ও বাসুদেব পাল, দপ্তর সম্পাদক সন্দিপ রায়সহ আরো অনেকেই।