০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

ডিমলায় আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৩৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ৫৭

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উদ্‌যাপন উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

এবারের প্রতিপাদ্য ছিল “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা”।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল কাদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মীর হাসান আল বান্না,সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির,ডিমলা থানা অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার,উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির আহ্বায়ক আবুল কাশেম,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলী আহমেদ মর্তুজা-সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। দুর্নীতিমুক্ত দেশ গঠনে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, তরুণ প্রজন্মসহ সব শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন। তরুণ সমাজই পারে দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী ভূমিকা রাখতে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং প্রশাসন সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন, দুর্নীতির কুফল,সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতির বিরূপ প্রভাব,জনগণের করণীয় ও দায়িত্ব,পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যবোধভিত্তিক শিক্ষার প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয়ে গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, পরিবার থেকেই সততা ও নৈতিকতার শিক্ষার সূচনা হওয়া উচিত। মূল্যবোধভিত্তিক শিক্ষা আগামী প্রজন্মকে দুর্নীতিমুক্ত মানবিক সমাজ গঠনে সহায়তা করবে।

সভা শেষে দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে সচেতনতামূলক প্রচারণা জোরদার করা, শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতা বিষয়ক আলোচনা বৃদ্ধি, এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার সিদ্ধান্ত অন্তর্ভুক্ত।

Please Share This Post in Your Social Media

ডিমলায় আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

আপডেট: ০৫:৩৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উদ্‌যাপন উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

এবারের প্রতিপাদ্য ছিল “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা”।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল কাদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মীর হাসান আল বান্না,সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির,ডিমলা থানা অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার,উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির আহ্বায়ক আবুল কাশেম,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলী আহমেদ মর্তুজা-সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। দুর্নীতিমুক্ত দেশ গঠনে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, তরুণ প্রজন্মসহ সব শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন। তরুণ সমাজই পারে দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী ভূমিকা রাখতে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং প্রশাসন সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন, দুর্নীতির কুফল,সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতির বিরূপ প্রভাব,জনগণের করণীয় ও দায়িত্ব,পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যবোধভিত্তিক শিক্ষার প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয়ে গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, পরিবার থেকেই সততা ও নৈতিকতার শিক্ষার সূচনা হওয়া উচিত। মূল্যবোধভিত্তিক শিক্ষা আগামী প্রজন্মকে দুর্নীতিমুক্ত মানবিক সমাজ গঠনে সহায়তা করবে।

সভা শেষে দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে সচেতনতামূলক প্রচারণা জোরদার করা, শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতা বিষয়ক আলোচনা বৃদ্ধি, এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার সিদ্ধান্ত অন্তর্ভুক্ত।