০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

নানা কর্মসূচিতে যশোর মুক্ত দিবস পালিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৩৬:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • /

মোঃ জাহাঙ্গীর আলম, যশোর অফিস : আজ ০৬ ডিসেম্বর (শনিবার) যশোর মুক্ত দিবস। মহান স্বাধীনতা সংগ্রাম চলাকালে ১৯৭১ সালের এই দিনে দেশের প্রথম জেলা হিসেবে পাক হানাদার মুক্ত হয় যশোর।

ঐতিহাসিক এ দিনটি যশোরে সরকারি ও বেসরকারি নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করা হচ্ছে।

দিনটি উপলক্ষে সকাল ১০টায় যশোর টাউন হল মাঠের স্বাধীনতা উন্মুক্ত মঞ্চের সামনে বেলুন ও কবুতর ওড়ান যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

পরে তিনি বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার টাউন হল মাঠে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, মুক্তিযোদ্ধা সংসদ যশোরের সাবেক কমান্ডার মযহারুল ইসলাম মন্টু, নারী মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ উপস্থিত ছিলেন।

দিনটি উপলক্ষে একই মাঠে বিকেল চারটায় যশোরের সাংস্কৃতিক সংগঠনগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।

Please Share This Post in Your Social Media

নানা কর্মসূচিতে যশোর মুক্ত দিবস পালিত

আপডেট: ০৬:৩৬:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

মোঃ জাহাঙ্গীর আলম, যশোর অফিস : আজ ০৬ ডিসেম্বর (শনিবার) যশোর মুক্ত দিবস। মহান স্বাধীনতা সংগ্রাম চলাকালে ১৯৭১ সালের এই দিনে দেশের প্রথম জেলা হিসেবে পাক হানাদার মুক্ত হয় যশোর।

ঐতিহাসিক এ দিনটি যশোরে সরকারি ও বেসরকারি নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করা হচ্ছে।

দিনটি উপলক্ষে সকাল ১০টায় যশোর টাউন হল মাঠের স্বাধীনতা উন্মুক্ত মঞ্চের সামনে বেলুন ও কবুতর ওড়ান যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

পরে তিনি বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার টাউন হল মাঠে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, মুক্তিযোদ্ধা সংসদ যশোরের সাবেক কমান্ডার মযহারুল ইসলাম মন্টু, নারী মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ উপস্থিত ছিলেন।

দিনটি উপলক্ষে একই মাঠে বিকেল চারটায় যশোরের সাংস্কৃতিক সংগঠনগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।