০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

র‌্যাবের অভিযানে গাজীপুর ও যশোর থেকে পৃথক হত্যা মামলার দুই পলাতক আসামি আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:২০:২২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • /

নিজস্ব প্রতিবেদক: চাঞ্চল্যকর দুটি হত্যা মামলার দুই পলাতক আসামিকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬, যশোর।

গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে যশোরের অভয়নগর থানার শামীম শেখ হত্যা মামলার অন্যতম আসামী সাইফুল ফকিরকে। একই দিন রাতে যশোর রেলস্টেশন এলাকা থেকে ধরা হয় ২০১২ সালের আলোচিত আকাশ হত্যা মামলার পলাতক আসামি আলামিনকে।

র‌্যাব জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে তারা বিভিন্ন হত্যা, ধর্ষণ, সন্ত্রাস ও মাদকবিরোধী মামলার আসামিদের গ্রেফতারে তৎপর রয়েছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়— গাজীপুরের টঙ্গী পূর্ব থানার জয়দেবপুর জনতা ব্যাংক সংলগ্ন এনএম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এলাকায় আত্মগোপনে আছেন শামীম শেখ হত্যা মামলার অন্যতম আসামি সাইফুল ফকির (২২)।

এরপর র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ও র‌্যাব-১ এর যৌথ দল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ২০২৫) রাত ৮টা ২০ মিনিটে অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেফতার করে। তিনি যশোরের অভয়নগর উপজেলার রানাগাতী দক্ষিণপাড়ার ইসলাম ফকিরের ছেলে।

গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় শুভরাড়া গ্রামের আশফাক উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়িতে গেম খেলছিলেন শামীম শেখ (২০) ও তার বন্ধুরা। এ সময় সাইফুল ও তার সহযোগীরা মাঠে গিয়ে তাদের চোখে লাইট মারে। শামীম “তোরা কেডা?” বলে প্রশ্ন করলে ক্ষিপ্ত হয়ে সাইফুল ও তার সহযোগীরা অস্ত্রে গুলি ভরে তাড়া করে।

ভয়ে পালানোর সময় শামীমের মাথায় গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ৫ সেপ্টেম্বর দুপুরে তিনি মারা যান।

ঘটনার পর বাদী হয়ে ভিকটিমের বাবা চয়ন দাস অভয়নগর থানায় মামলা করেন।

গ্রেফতার সাইফুলকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।

একই দিন রাতে আরেকটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে— ২০১২ সালের চাঞ্চল্যকর আকাশ (১৮) হত্যা মামলার পলাতক আসামি মো. আলামিন (পিতা: ইসমাইল হোসেন খোকন) রেলস্টেশন এলাকার রূপসা হোটেলে অবস্থান করছেন। রাত ৮টা ৪০ মিনিটের দিকে র‌্যাব-৬, সিপিসি-৩ এর বিশেষ দল ওই হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করে।

পরে তাকে আইনি প্রক্রিয়ার জন্য কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-৬, সিপিসি-৩ যশোরের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল হক জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ধরে রেখেছে এবং অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

র‌্যাবের অভিযানে গাজীপুর ও যশোর থেকে পৃথক হত্যা মামলার দুই পলাতক আসামি আটক

আপডেট: ০২:২০:২২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: চাঞ্চল্যকর দুটি হত্যা মামলার দুই পলাতক আসামিকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬, যশোর।

গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে যশোরের অভয়নগর থানার শামীম শেখ হত্যা মামলার অন্যতম আসামী সাইফুল ফকিরকে। একই দিন রাতে যশোর রেলস্টেশন এলাকা থেকে ধরা হয় ২০১২ সালের আলোচিত আকাশ হত্যা মামলার পলাতক আসামি আলামিনকে।

র‌্যাব জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে তারা বিভিন্ন হত্যা, ধর্ষণ, সন্ত্রাস ও মাদকবিরোধী মামলার আসামিদের গ্রেফতারে তৎপর রয়েছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়— গাজীপুরের টঙ্গী পূর্ব থানার জয়দেবপুর জনতা ব্যাংক সংলগ্ন এনএম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এলাকায় আত্মগোপনে আছেন শামীম শেখ হত্যা মামলার অন্যতম আসামি সাইফুল ফকির (২২)।

এরপর র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ও র‌্যাব-১ এর যৌথ দল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ২০২৫) রাত ৮টা ২০ মিনিটে অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেফতার করে। তিনি যশোরের অভয়নগর উপজেলার রানাগাতী দক্ষিণপাড়ার ইসলাম ফকিরের ছেলে।

গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় শুভরাড়া গ্রামের আশফাক উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়িতে গেম খেলছিলেন শামীম শেখ (২০) ও তার বন্ধুরা। এ সময় সাইফুল ও তার সহযোগীরা মাঠে গিয়ে তাদের চোখে লাইট মারে। শামীম “তোরা কেডা?” বলে প্রশ্ন করলে ক্ষিপ্ত হয়ে সাইফুল ও তার সহযোগীরা অস্ত্রে গুলি ভরে তাড়া করে।

ভয়ে পালানোর সময় শামীমের মাথায় গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ৫ সেপ্টেম্বর দুপুরে তিনি মারা যান।

ঘটনার পর বাদী হয়ে ভিকটিমের বাবা চয়ন দাস অভয়নগর থানায় মামলা করেন।

গ্রেফতার সাইফুলকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।

একই দিন রাতে আরেকটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে— ২০১২ সালের চাঞ্চল্যকর আকাশ (১৮) হত্যা মামলার পলাতক আসামি মো. আলামিন (পিতা: ইসমাইল হোসেন খোকন) রেলস্টেশন এলাকার রূপসা হোটেলে অবস্থান করছেন। রাত ৮টা ৪০ মিনিটের দিকে র‌্যাব-৬, সিপিসি-৩ এর বিশেষ দল ওই হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করে।

পরে তাকে আইনি প্রক্রিয়ার জন্য কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-৬, সিপিসি-৩ যশোরের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল হক জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ধরে রেখেছে এবং অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।