শার্শা সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ফেন্সিডিল’র বিকল্প ৫৯৭ বোতল ভারতীয় সিরাপ জব্দ
- আপডেট: ০২:১৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / ৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার কায়বা ও গোগা সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিলের বিকল্প নিষিদ্ধ কাশির সিরাপ জব্দ করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।
শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) পরিচালিত এসব অভিযানে মোট ১১৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ এবং ৪৮০ বোতল WINCEREX সিরাপ জব্দ করা হয়।
২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি তাদের গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় কায়বা ও গোগা বিওপির সদস্যরা শনিবার সীমান্তে অভিযান চালিয়ে এসব সিরাপ জব্দ করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় মাদকসহ যে কোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত সিরাপ ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হবে।




















