১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

যশোরে বিজিবি’র অভিযানে ৩৭৮২ পিস ইয়াবাসহ কলারোয়ার যুবক আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৩৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / ২৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের কোতোয়ালী থানার দাইতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৩৭৮২ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)–এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, আটককৃত যুবকের নাম নাহিদ হোসেন (২০)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের আক্তারুল ইসলামের ছেলে। টহলদলের সদস্যরা তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ জানান, তিনি ইয়াবার চালানটি ঢাকা থেকে যশোরের শার্শা থানার বাগআঁচড়া এলাকায় নিয়ে যাচ্ছিলেন।

অভিযানে জব্দ করা ইয়াবার বাজারমূল্য ১১ লাখ ৩৪ হাজার ৬০০ টাকা। এছাড়া তার কাছ থেকে ১৬ হাজার ৫০০ টাকার দুটি মোবাইল ফোন ও ১ হাজার ৯৫০ টাকা নগদ উদ্ধার করা হয়। মোট জব্দকৃত মালামালের মূল্য দাঁড়ায় ১১ লাখ ৫৩ হাজার ৫০ টাকা।

এ ঘটনায় আটক নাহিদ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, মাদক ও চোরাচালান দমনে বিজিবি দীর্ঘদিন ধরে বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা নজরদারি ও অভিযান চালিয়ে যাচ্ছে। সীমান্ত এলাকায় এ ধরনের আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

যশোরে বিজিবি’র অভিযানে ৩৭৮২ পিস ইয়াবাসহ কলারোয়ার যুবক আটক

আপডেট: ০৫:৩৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের কোতোয়ালী থানার দাইতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৩৭৮২ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)–এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, আটককৃত যুবকের নাম নাহিদ হোসেন (২০)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের আক্তারুল ইসলামের ছেলে। টহলদলের সদস্যরা তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ জানান, তিনি ইয়াবার চালানটি ঢাকা থেকে যশোরের শার্শা থানার বাগআঁচড়া এলাকায় নিয়ে যাচ্ছিলেন।

অভিযানে জব্দ করা ইয়াবার বাজারমূল্য ১১ লাখ ৩৪ হাজার ৬০০ টাকা। এছাড়া তার কাছ থেকে ১৬ হাজার ৫০০ টাকার দুটি মোবাইল ফোন ও ১ হাজার ৯৫০ টাকা নগদ উদ্ধার করা হয়। মোট জব্দকৃত মালামালের মূল্য দাঁড়ায় ১১ লাখ ৫৩ হাজার ৫০ টাকা।

এ ঘটনায় আটক নাহিদ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, মাদক ও চোরাচালান দমনে বিজিবি দীর্ঘদিন ধরে বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা নজরদারি ও অভিযান চালিয়ে যাচ্ছে। সীমান্ত এলাকায় এ ধরনের আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।