বেনাপোলে বিজিবি’র হাতে মাদক ও চোরাচালান পণ্যসহ-১ ভারতীয় নাগরিক আটক
- আপডেট: ১০:১৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ২৫

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালানি মালামালসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১ ডিসেম্বর ২০২৫) ৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের বিশেষ টহলদল, কাশিপুর বিওপি ও বেনাপোল আইসিপি এলাকায় এ অভিযান চালায়।
বিজিবি জানায়, অভিযানে ভারতীয় WINCEREX কফ সিরাপ, শাড়ি, থ্রি-পিস, শাল-চাদর, বিভিন্ন ধরনের পোশাক, ঘড়ি, কীটনাশক ও কসমেটিকসসহ বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৯ লাখ ৯০ হাজার ৪৫ টাকা।
এসময় আবু ইব্রাহিম আলী (২৩) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। তিনি পশ্চিমবঙ্গের কলকাতার ইকবালপুরের খিদিরপুর ৩/এ বি’কে রোড এলাকার বাসিন্দা এবং আবু তাহের আলীর ছেলে বলে জানিয়েছে বিজিবি। আটক আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিজিবি প্রায়ই মাদক ও বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজিবি সূত্র আরও জানান, জব্দ করা সকল পণ্য আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।




















