০৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

শার্শা সীমান্তে বিজিবি’র হাতে ৪০ বোতল ভারতীয় সিরাপ ও ইজিবাইকসহ তিনজন আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / ২৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানার কায়বা সীমান্তে ৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ কাশির WINCEREX সিরাপ ও একটি ইজিবাইকসহ তিন জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১ ডিসেম্বর ২০২৫) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ কায়বা বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সীমান্ত এলাকাজুড়ে মাদক ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে কায়বা সীমান্তে সন্দেহভাজন একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি করলে ৪০ বোতল ভারতীয় WINCEREX সিরাপ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে ইজিবাইকসহ ৩ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—যশোরের শার্শার পুটখালী গ্রামের ছাবদার আলীর ছেলে ফারুক হোসেন (৩৭), একই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী মনোয়ারা খাতুন (২০) এবং অগ্রভূলাট গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রোজিনা খাতুন (৩৫)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

লে. কর্নেল খুরশীদ আনোয়ার জানান, সীমান্ত এলাকায় মাদক ও যে কোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

শার্শা সীমান্তে বিজিবি’র হাতে ৪০ বোতল ভারতীয় সিরাপ ও ইজিবাইকসহ তিনজন আটক

আপডেট: ১০:১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানার কায়বা সীমান্তে ৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ কাশির WINCEREX সিরাপ ও একটি ইজিবাইকসহ তিন জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১ ডিসেম্বর ২০২৫) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ কায়বা বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সীমান্ত এলাকাজুড়ে মাদক ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে কায়বা সীমান্তে সন্দেহভাজন একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি করলে ৪০ বোতল ভারতীয় WINCEREX সিরাপ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে ইজিবাইকসহ ৩ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—যশোরের শার্শার পুটখালী গ্রামের ছাবদার আলীর ছেলে ফারুক হোসেন (৩৭), একই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী মনোয়ারা খাতুন (২০) এবং অগ্রভূলাট গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রোজিনা খাতুন (৩৫)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

লে. কর্নেল খুরশীদ আনোয়ার জানান, সীমান্ত এলাকায় মাদক ও যে কোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।