০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

যশোরে বিজিবি’র অভিযানে ৩৮৪.৩৮ গ্রামের স্বর্ণের বারসহ পাচারকারী আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৪৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / ২৪

নিজস্ব প্রতিবেদক: যশোরে বিজিবি ৩৮৪.৩৮ গ্রামের একটি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে। সোমবার (১ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে এগারোটায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেছে।

যশোর কোতোয়ালী থানার বাউলিয়া বাজারের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মোঃ ইমরান হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান জানিয়েছেন যে, তিনি ঢাকার মালিবাগ এলাকা থেকে স্বর্ণের বার সংগ্রহ করে সাতক্ষীরা দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিলেন। অভিযানে তার কাছ থেকে ৩৮৪.৩৮ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার, একটি মোবাইল ফোন এবং নগদ ৩৭৫/- টাকা জব্দ করা হয়েছে।

জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৬৯,৩৯,২১২ টাকা এবং মোবাইল ফোনের মূল্য ১৫,০০০ টাকা। মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৬৯,৫৪,৫৮৭ টাকা।

আটককৃত আসামি ইমরান হোসেন সাতক্ষীরা সদর থানার সরকারপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।

আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বার যশোর ট্রেজারীতে জমা দেওয়া হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, “কিছু দিন ধরে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের অভিযানে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে।”

বিজিবি সূত্র আরও জানান, সীমান্তবর্তী এলাকায় নিয়মিত তল্লাশি চালিয়ে স্বর্ণ পাচারসহ অপরাধীদের আটক করার কাজ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

যশোরে বিজিবি’র অভিযানে ৩৮৪.৩৮ গ্রামের স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আপডেট: ০৫:৪৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: যশোরে বিজিবি ৩৮৪.৩৮ গ্রামের একটি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে। সোমবার (১ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে এগারোটায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেছে।

যশোর কোতোয়ালী থানার বাউলিয়া বাজারের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মোঃ ইমরান হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান জানিয়েছেন যে, তিনি ঢাকার মালিবাগ এলাকা থেকে স্বর্ণের বার সংগ্রহ করে সাতক্ষীরা দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিলেন। অভিযানে তার কাছ থেকে ৩৮৪.৩৮ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার, একটি মোবাইল ফোন এবং নগদ ৩৭৫/- টাকা জব্দ করা হয়েছে।

জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৬৯,৩৯,২১২ টাকা এবং মোবাইল ফোনের মূল্য ১৫,০০০ টাকা। মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৬৯,৫৪,৫৮৭ টাকা।

আটককৃত আসামি ইমরান হোসেন সাতক্ষীরা সদর থানার সরকারপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।

আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বার যশোর ট্রেজারীতে জমা দেওয়া হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, “কিছু দিন ধরে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের অভিযানে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে।”

বিজিবি সূত্র আরও জানান, সীমান্তবর্তী এলাকায় নিয়মিত তল্লাশি চালিয়ে স্বর্ণ পাচারসহ অপরাধীদের আটক করার কাজ অব্যাহত থাকবে।