০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

যশোরে নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৩১:৪২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / ২৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান নাগরিকদের সঙ্গে সরকারের সেতুবন্ধন গড়ে সেবা নিশ্চিত করা ও সুশাসন প্রতিষ্ঠাকে নিজের প্রধান লক্ষ্য হিসেবে ঘোষণা করেছেন।

রোববার (৩০ নভেম্বর ২০২৫) বিকেলে যশোর কালেক্টরেট সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যশোর ইতিহাস ও ঐতিহ্যের জেলা—আগের মতো ভবিষ্যতেও যশোর সবক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে। এই অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।”

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দীন এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

মতবিনিময় সভায় যশোরের বিভিন্ন খাতের সমস্যা, সম্ভাবনা ও সমাধান নিয়ে বক্তব্য দেন দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, সাংবাদিক ও গবেষক বেনজির খানসহ স্থানীয় বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সাংবাদিকরা। এছাড়া বক্তব্য রাখেন সুবর্ণভূমির সম্পাদক আহসান কবীর বাবু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সম্পাদক এস.এম. ফরহাদ, জেলা সাংবাদিক ইউনিয়নের সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, মো. আইউব, জাহিদ আহমেদ লিটন, সরোয়ার হোসেন, জুয়েল মৃধা, সাজ্জাদ গনি খান রিমন, সাইফুজ্জামান সাইফ, মনিরুল ইসলাম, আব্দুল কাদের এবং কাজী আশরাফুল আজাদ।

বক্তারা যশোরের যানজট, ফুটপাথ দখল, ভবদহের জলাবদ্ধতা, কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ তুলে ধরেন।

সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান সাংবাদিকদের সব মতামত নোট করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “এসব সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আগামী এক মাসের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন আশা করতে পারবেন।”

Please Share This Post in Your Social Media

যশোরে নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আপডেট: ১২:৩১:৪২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান নাগরিকদের সঙ্গে সরকারের সেতুবন্ধন গড়ে সেবা নিশ্চিত করা ও সুশাসন প্রতিষ্ঠাকে নিজের প্রধান লক্ষ্য হিসেবে ঘোষণা করেছেন।

রোববার (৩০ নভেম্বর ২০২৫) বিকেলে যশোর কালেক্টরেট সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যশোর ইতিহাস ও ঐতিহ্যের জেলা—আগের মতো ভবিষ্যতেও যশোর সবক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে। এই অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।”

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দীন এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

মতবিনিময় সভায় যশোরের বিভিন্ন খাতের সমস্যা, সম্ভাবনা ও সমাধান নিয়ে বক্তব্য দেন দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, সাংবাদিক ও গবেষক বেনজির খানসহ স্থানীয় বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সাংবাদিকরা। এছাড়া বক্তব্য রাখেন সুবর্ণভূমির সম্পাদক আহসান কবীর বাবু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সম্পাদক এস.এম. ফরহাদ, জেলা সাংবাদিক ইউনিয়নের সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, মো. আইউব, জাহিদ আহমেদ লিটন, সরোয়ার হোসেন, জুয়েল মৃধা, সাজ্জাদ গনি খান রিমন, সাইফুজ্জামান সাইফ, মনিরুল ইসলাম, আব্দুল কাদের এবং কাজী আশরাফুল আজাদ।

বক্তারা যশোরের যানজট, ফুটপাথ দখল, ভবদহের জলাবদ্ধতা, কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ তুলে ধরেন।

সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান সাংবাদিকদের সব মতামত নোট করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “এসব সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আগামী এক মাসের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন আশা করতে পারবেন।”