আসন্ন জাতীয় নির্বাচনে কৃষকদলকে সংগঠিত করতে নাভারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট: ১১:১৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ৪১

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কৃষকদলের তৃণমূল পর্যায়কে আরও শক্তিশালী ও সক্রিয় করার লক্ষ্যে মঙ্গলবার ( ১১ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় নাভারণ বাজারে কৃষকদলের অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “দেশের কৃষক সমাজকে রক্ষা ও তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কৃষকদল সবসময় মাঠে থাকবে। আসন্ন জাতীয় নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধারে কৃষকদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এসময় বিভিন্ন ইউনিয়ন কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং কৃষকদের দাবি-দাওয়া আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ আগামী নির্বাচনে কৃষকদলের ভূমিকা ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।



























