প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যমুনায় জামায়াতসহ ৮ দল
- আপডেট: ০২:৩০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / ৬

নিজস্ব প্রতিবেদকঃ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঁচ দফা দাবি উপস্থাপন করতে জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন। বৃহস্পতিবার দুপুরে তারা যমুনায় প্রবেশ করেন।
স্মারকলিপি প্রদানের জন্য যাওয়া আটটি দল হলো— ১. বাংলাদেশ জামায়াতে ইসলামী, ২. ইসলামী আন্দোলন বাংলাদেশ, ৩. খেলাফত মজলিস, ৪. বাংলাদেশ খেলাফত মজলিস, ৫. বাংলাদেশ খেলাফত আন্দোলন, ৬. বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, ৭. জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ৮. বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।বাংলাদেশ ভ্রমণ
আট দলের পাঁচ দফা দাবি
গত সোমবার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই পাঁচ দফা দাবি ঘোষণা করা হয়। সেখানে দলটির আমির মাওলানা মামুনুল হক বলেন, ‘আমরা জুলাই সনদের আইনি স্বীকৃতি চাই। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের ব্যবস্থা করতে হবে। এছাড়া আরপিও সংশোধন করা হলে আমরা তা মেনে নেব না; আগের অবস্থাতেই রাখতে হবে।’
দলগুলোর দাবির মধ্যে আরও রয়েছে—অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ, নির্বাচনে সকল দলের সমান সুযোগ এবং ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা।























