১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • /

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:
জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও আগামী নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখা।

শনিবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের মুক্তমঞ্চ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেল গড়ানোর সাথে সাথে বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে মিছিলসহ সমাবেশস্থলে যোগ দেন।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা “জুলাই সনদ বাস্তবায়নই গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ” উল্লেখ করে বলেন, বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে জনগণকে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিতে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করা জরুরি।

বক্তারা আরও দাবি জানান—স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণসহ জুলাই সনদে ঘোষিত প্রতিটি ধারা দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেন, জেলা শাখার সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান, এবং সদর উপজেলা আমির ইলিয়াস।

বক্তারা বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন শুধু জামায়াতের নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন।”

এসময় জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট: ১১:৪৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:
জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও আগামী নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখা।

শনিবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের মুক্তমঞ্চ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেল গড়ানোর সাথে সাথে বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে মিছিলসহ সমাবেশস্থলে যোগ দেন।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা “জুলাই সনদ বাস্তবায়নই গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ” উল্লেখ করে বলেন, বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে জনগণকে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিতে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করা জরুরি।

বক্তারা আরও দাবি জানান—স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণসহ জুলাই সনদে ঘোষিত প্রতিটি ধারা দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেন, জেলা শাখার সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান, এবং সদর উপজেলা আমির ইলিয়াস।

বক্তারা বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন শুধু জামায়াতের নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন।”

এসময় জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।