খুলনা, খুলনা বিভাগ, জেলার খবর | তারিখঃ আগস্ট ৭, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 1015 বার
রাসেল আহমেদ, খুলনা জেলা প্রতিনিধি: ছাত্র-জনতার রক্তস্নাত গণঅভ্যুত্থানে সরকার প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সঙ্গে নিয়ে গেছেন তার ছোট বোন শেখ রেহানাকেও।
বিদেশে পাড়ি দিয়ে জনরোষ থেকে শেখ হাসিনা ও তার পরিবার বাঁচলেও অভাবনীয় মহাবিপদে পড়েছেন তেরখাদা উপজেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগি সংগঠনের নেতা কর্মীরা। চলমান পরিস্থিতে সংখ্যালঘুদের জান-মাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বিভিন্ন এলাকায় পাহাড়ায় নেমেছে উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অংগ সংগঠনের নেতা কর্মীরা।
এছাড়াও সার্বিক পরিস্থিতি শান্ত রাখা ও কোন প্রকার প্রতিহিংসা প্রতিশোধ পরায়ন না করার জন্য নেতা কর্মীদের প্রতি নির্দেশনাও দিয়েছেন বিএনপির নেতারা। বর্তমান পরিস্থিতিতে জনসাধারনের জান মালের নিরাপত্তা নিশ্চিতকল্পে শুকরিয়া মিছিল, পথসভা করছে উপজেলা জামায়াত ইসলাম সহ ছাত্র শিবিরের নেতা কর্মীরা।
উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওঃ শেখ হাফিজুর রহমান বলেন, পরিবেশ শান্ত রাখার জন্য নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ এবং শৃঙ্খলা মেনে চলতে দলের সকল নেতা কর্মীদের আহবান জানান। শেখ হাসিনা পদত্যাগের পর তেরখাদা থানা পুলিশ কোন প্রকার অভিযোগ গ্রহণ বা শান্তি শৃঙ্খলা রক্ষার কোন কাজে অংশ নিচ্ছে না। থানা অভ্যান্তরে তারা আত্মরক্ষামূলক অবস্থানে রয়েছে।
শেখ হাসিনার দেশত্যাগের পর চলমান পরিস্থিতিতে তেরখাদা উপজেলায় টানা ১৬ বছর ক্ষমতার দাম্ভিকতায় থাকা আলোচিত নেতা কর্মীরা আত্মগোপনে চলে গেছেন।
অভিভাবকশূন্য সংকটময় এ দিনগুলোতে বাড়িঘরে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তাদের কর্মী-সমর্থকরা।
নাম না প্রকাশের শর্তে অনেকেই বলেছেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রতি তৃণমূলের কর্মীদের এতদিন যে আস্থা ছিল, তা এখন আর নেই। তাদের কেউই নাকি কল্পনা করতে পারেননি শেখ হাসিনা এভাবে দেশত্যাগ করবেন। এমন পরিস্থিতিতে তাদের মনোবল ভেঙে গেছে। একইসঙ্গে শেখ হাসিনা যে এমন পরিস্থিতির সম্মুখীন হবেন সেটাও কেউ কোনোদিন কল্পনা করেনি বলে মনে করছেন।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কেন্দ্রয়ী ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারি হেলাল বলেন, নৈরাজ্য সহিষ্ণুতায় বিএনপির কেউ জড়িত থাকার প্রমাণ পেলে বহিস্কার করা হবে। কোন সহিষ্ণুতা ও সংঘাত নয়। জনগনের ভালোবাসা নিয়ে পাশে থাকতে চাই।