ডিমলা হাসপাতালে চিকিৎসারত রোগীর উপর হামলার অভিযোগ
- আপডেট: ০৬:৪৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ৬

নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারীর ডিমলা উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসারত রোগীর উপর হামলার অভিযোগ।
ঘটনাটি ঘটেছে গত রবিবার (২৬ অক্টোবর) সকাল আনুমানিক ১১টায় হাসপাতালের মহিলা ওয়ার্ডে। এ বিষয়ে ভুক্তভোগী রোকেয়া বেগমের ছেলে রাকিব হাসান (৪৫) বাদী হয়ে ডিমলা থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত জমি জায়গার বিষয় লইয়া পূর্ব ছাতনাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান ও মফিজ উদ্দিন এর ছেলে মনির উদ্দিনের সহিত ভুক্তভোগী রোকেয়া বেগম এর স্বামী রশিদুল ইসলামের বিজ্ঞ আদালতে মামলা চলমান। সম্প্রতি প্রতিপক্ষ রশিদুল ইসলামের বিরুদ্ধে ডিমলা থানায় একটি মামলা (ডিমলা থানা মামলা নং -৫ ও নীলফামারী বিজ্ঞ আদালতের মামলা নং -১৮০/২৫) দায়ের করেন। এই মামলায় সবাই জামিন পেলেও রশিদুল ইসলাম বর্তমানে জেল হাজতে রয়েছে। ভুক্তভোগী রোকেয়া বেগম বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি পেয়ে বাড়িতে আসি। পরবর্তীতে তিনি হৃদরোগে আক্তান্ত হলে তার পরিবারের সদস্যরা ডিমলা উপজেলা হাসপাতালে ভর্তি করেন। রাকিব হাসান তার বাবাকে জামিনে মুক্ত করার জন্য নীলফামারী আদালতে যান। বিবাদীগণ হাসপাতালে ও বাড়িতে কাউকে দেখতে না পেয়ে, ভুক্তভোগী রোকেয়া বেগম হাসাপাতালে ভর্তি থাকাবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করে সাবেক চেয়ারম্যান ফজলুল হকের নির্দেশে সঙ্গীয় ৪-৫ জন তার উপর হামলা চালানো হয় ।
অভিযোগের বিষয়ে পূর্ব ছাতনাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি আমাদেরকে জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।আমার মান-সম্মানের ক্ষতি করার জন্য এ ধরনের মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
উপজেলা পঃ পঃ কর্মকর্তা রাশেদুজ্জামান বলেন, এ ধরনের ঘটনার বিষয়ে আমি কিছু জানিনা। যদি হাসপাতালে এ ধরনের কোন ঘটনা ঘটে থাকে বা আমি জানতে পারি তাহলে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী অভিযোগের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।




















