০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ দফা দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / ১২

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।“মুক্তির মূলমন্ত্র—ইসলামী শাসনতন্ত্র” এই স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত ৫ দফা দাবিতে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে জেলা শহরের আদালত চত্বর থেকে জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন,সেক্রেটারি মাওলানা মুহাম্মদ কাউছার আজিজীসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা দূর করতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রস্তাবিত ৫ দফা দাবিগুলো বাস্তবায়ন করা সময়ের দাবি। 

নেতারা আরও বলেন, “রাজনৈতিক সংকট নিরসন, দুর্নীতি দমন ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই। তাই সরকার অবিলম্বে এই ৫ দফা বাস্তবায়নের ঘোষণা দিক।”

তারা আরও বলেন, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য।

সমাবেশে সংগঠনের ঘোষিত ৫ দফা দাবি জানান,দাবিগুলো হলো..

১. আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করা।

২. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।

৩. অবাধ,সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে  সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। 

৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম,নির্যাতন, শাসনের অবসান, গুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা।

৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কর্মসূচি নিষিদ্ধ করা।

Please Share This Post in Your Social Media

ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ দফা দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট: ০৭:১২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।“মুক্তির মূলমন্ত্র—ইসলামী শাসনতন্ত্র” এই স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত ৫ দফা দাবিতে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে জেলা শহরের আদালত চত্বর থেকে জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন,সেক্রেটারি মাওলানা মুহাম্মদ কাউছার আজিজীসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা দূর করতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রস্তাবিত ৫ দফা দাবিগুলো বাস্তবায়ন করা সময়ের দাবি। 

নেতারা আরও বলেন, “রাজনৈতিক সংকট নিরসন, দুর্নীতি দমন ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই। তাই সরকার অবিলম্বে এই ৫ দফা বাস্তবায়নের ঘোষণা দিক।”

তারা আরও বলেন, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য।

সমাবেশে সংগঠনের ঘোষিত ৫ দফা দাবি জানান,দাবিগুলো হলো..

১. আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করা।

২. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।

৩. অবাধ,সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে  সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। 

৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম,নির্যাতন, শাসনের অবসান, গুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা।

৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কর্মসূচি নিষিদ্ধ করা।