বাংলার মানুষের ভোটাধিকার প্রত্যাখান করেছিল আওয়ামী লীগ : আবুল হাসান জহির
- আপডেট: ১১:৫২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / ১৭

নিজস্ব প্রতিবেদক: বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে আওয়ামী লীগ—এ মন্তব্য করেছেন যশোর-১ (শার্শা) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
রবিবার (২৬ অক্টোবর-২০২৫) যশোরের শার্শা উপজেলার ১১নং নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি ও ধানের শীষের পক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিরামহীন সংগ্রাম করে চলেছে এবং রাষ্ট্রকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনবে।”
সভায় সভাপতিত্ব করেন নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুস সালাম।
এ সময় আরও বক্তব্য রাখেন, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আহাম্মদ আলী শাহিন, আব্দুল মাজেদ, জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু ও আনোয়ার হোসেন বাবু।
এছাড়া সভায় বক্তব্য রাখেন কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান, গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বার সরদার, নিজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, কায়বা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সোহারাব হোসেন, ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব আব্দুল হান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াছি উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য আলাউদ্দিন আলাল, খায়রুজ্জামান সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোখলেসুর রহমান, আব্দুস সালাম, এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জুলফিকার আলী জুলু।
সভায় বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে সর্বাত্মক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
























