জিয়া পরিবারের আদর্শই আমাদের পথপ্রদর্শক: মফিকুল হাসান তৃপ্তি
- আপডেট: ০৬:৫৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / ১৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নে গোগা বাজারের গোগা ইউনিয়ন দারুসসালাম হাফিজীয়া নূরানী ও কওমী মাদ্রাসা প্রাঙ্গণে রবিবার (২৬ অক্টোবর-২০২৫) বিকেলে এক উঠান বৈঠকে অংশগ্রহণ করেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদ সরদার।
বৈঠক শেষে মফিকুল হাসান তৃপ্তি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গোগা বাজার এলাকায় লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন, “জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শই আমাদের পথপ্রদর্শক। সীমান্তবর্তী এলাকার মানুষ এই দেশের গর্ব— তারা আমাদের সার্বভৌমত্বের প্রহরী। এখন সময় এসেছে তাদের জীবনের সঙ্গে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেওয়ার। আমরা শিক্ষার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ উদ্যোগ নেব।”
তিনি আরও বলেন, “সম্প্রতি ধর্ম নিয়ে নানা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এক ধর্মান্ধ গোষ্ঠীর একজন নেতা বলেছেন ‘রোজা ও পূজা মুদ্রার এপিঠ-ওপিঠ’। এই বক্তব্য ধর্মবিদ্বেষী ও সমাজবিধ্বংসী। ধর্মের নামে যারা মানুষকে বিভ্রান্ত করছে, তাদের থেকে সাবধান থাকতে হবে। আমরা চাই— ধর্ম, বর্ণ বা দলমতের পার্থক্য নয়; মানবতার ভিত্তিতেই সবাই যেন নিরাপদে ও মর্যাদার সঙ্গে বাঁচতে পারে।”

বৈঠকে উপস্থিত ছিলেন— শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন, কুদ্দুস আলী বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক মোঃ মশিয়ার রহমান, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহামেদ, মোঃ মতিয়ার রহমান বাবু, শাহাদুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু ও সংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর কবির, কায়বা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওলিয়ার রহমান, গোগা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, শার্শা ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান, যশোর জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, জিয়াউর রহমান, আসাদুজ্জামান আসাদ, মুন্তাসিম আজিম সাগর, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব বদিউজ্জামাল বদি প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিকী মিলন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান মির্জা, জনি হায়দার, সদস্য মফিজুর রহমান পিন্টু, জিয়াউর রহমান জিয়া, সাইফুল ইসলাম আসাদ, যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, জিয়াউর রহমান জিয়া, আব্দুস সবুর, রবিউল ইসলাম রবি, খন্দকার সাইফুল ইসলাম, ইমতিয়াজ রিয়াল, রাসেল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুস শহীদ, শাহজালাল আগুন, শ্রমিক দল নেতা আব্দুল হান্নান, সাবেক ছাত্রদল নেতা জিয়াউর রহমান জিয়া, কেন্দ্রীয় ছাত্রদলের সহসম্পাদক মুতাচ্ছিম বিল্লাহ অপু, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ বিপ্লব মন্ডল, সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম বাপন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেন, জিয়াউর রহমান, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন, আতিকুজ্জামান সনি, তুহিন হোসেন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

























