যশোরে বিজিবি’র অভিযানে আট স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক
- আপডেট: ০১:০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / ৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের মুড়লী মোড় এলাকা থেকে এক ব্যক্তিকে আট স্বর্ণের বার ও একটি স্বর্ণের আংটিসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৬ অক্টোবর-২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর সদস্যরা এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে যশোর-খুলনা মহাসড়কের মুড়লী মোড় এলাকায় অভিযান চালিয়ে শেখ অলিউল্লা (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ১.০২০ কেজি ওজনের আটটি স্বর্ণের বার এবং ১.৪৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৭৬০ টাকা জব্দ করা হয়।
আটক শেখ অলিউল্লার বাড়ি সাতক্ষীরার সদর উপজেলার মধ্য কটিয়া গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকার যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৮৩ লাখ ২ হাজার ৩৪১ টাকা। মোবাইল ও নগদ টাকাসহ মোট জব্দকৃত মালামালের মূল্য প্রায় এক কোটি ৮৩ লাখ ২৪ হাজার ১০১ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, “সম্প্রতি সীমান্ত এলাকায় স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। বিজিবি নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় স্বর্ণসহ পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছি। সীমান্তে বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার স্বর্ণেরবার যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।























