বেনাপোলে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ছোট আঁচড়া একাদশ
- আপডেট: ০৭:৩২:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / ১৬

নিজস্ব প্রতিবেদক: ‘খেলাধুলায় মিলবে জয়, মাদক ছেড়ে খেলতে আয়’— এ শ্লোগানকে সামনে রেখে বেনাপোল পৌরসভার সাদীপুর ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হলো মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি হাডুডু টুর্নামেন্ট-২০২৫।
শনিবার (২৫ অক্টোবর-২০২৫) সাদীপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই টুর্নামেন্টে চ্যাম্পিয়নের মুকুট জয় করেছে ছোট আঁচড়া হাডুডু একাদশ।
খেলার উদ্বোধন করেন বেনাপোল পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক। টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেয়। দিনব্যাপী চলা খেলায় বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। খেলা দেখতে উপজেলাজুড়ে ছুটে আসেন হাজারো ক্রীড়াপ্রেমী। করতালি ও উল্লাসে মুখরিত ছিল পুরো মাঠ।
ফাইনাল খেলায় ছোট আঁচড়া হাডুডু একাদশ মুখোমুখি হয় ভবেরবেড় হাডুডু একাদশের। উত্তেজনাপূর্ণ এই খেলায় ছোট আঁচড়া একাদশ জয়ী হয় এবং চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে দুটি খাসি ছাগল তুলে দেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন।
এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুব বিষয়ক সম্পাদক কামাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক শহিদ আলী, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জুয়েল রহমান, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী মাস্টার ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি এবং বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, যুগ্ম আহবায়ক আতাউর রহমান, রিপন হোসেন, মীর আলম, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহেদ আলী সবুজ, পৌর মৎস্যজীবী দলের আহবায়ক মফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম চয়ন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, বেনাপোল বন্দর চেকপোস্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জসীম উদ্দীন সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মোহাম্মদ নুরুজ্জামান লিটন বলেন, “আধুনিক খেলার ভিড়ে হারিয়ে যাচ্ছে আমাদের জাতীয় খেলা হাডুডু। যুবসমাজকে মোবাইল, মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে এ ধরনের খেলার আয়োজন জরুরি। প্রতিবছরই এই আয়োজন অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “তরুণদের খেলাধুলায় মনোযোগী হতে হবে, একই সঙ্গে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিতে হবে।”


























