০৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই বিএনপি’র লক্ষ্য: আবুল হাসান জহির

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / ১৪

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিতে যশোরের শার্শায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর-২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজ বাগান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পাশে আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-১ (শার্শা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আবুল হাসান জহির।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা মহিলা দলের নেত্রী চায়না খাতুন এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসান জহির বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেমেছি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, দুর্নীতি ও দুঃশাসনের অবসান এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, আগামীর নির্বাচন হবে এই দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আহাম্মদ আলী শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা কৃষকদলের সদস্য আলমগীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রশিদ ও সদস্য আলাউদ্দিন আলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দিন প্রমুখ।

এ সময় মহিলা দলের নেত্রী নূরনাহান কাজল, তানজিলা খাতুন, ফরিদা পারভীন, পারভীন মেম্বার, জামিলাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই বিএনপি’র লক্ষ্য: আবুল হাসান জহির

আপডেট: ০৭:২৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিতে যশোরের শার্শায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর-২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজ বাগান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পাশে আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-১ (শার্শা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আবুল হাসান জহির।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা মহিলা দলের নেত্রী চায়না খাতুন এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসান জহির বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেমেছি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, দুর্নীতি ও দুঃশাসনের অবসান এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, আগামীর নির্বাচন হবে এই দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আহাম্মদ আলী শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা কৃষকদলের সদস্য আলমগীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রশিদ ও সদস্য আলাউদ্দিন আলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দিন প্রমুখ।

এ সময় মহিলা দলের নেত্রী নূরনাহান কাজল, তানজিলা খাতুন, ফরিদা পারভীন, পারভীন মেম্বার, জামিলাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।