রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে, বাঘারপাড়ায় বিএনপির সমাবেশে : ফারাজি মতিয়ার রহমান
- আপডেট: ১০:৪২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / ৮

সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়া পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্র মেরামততের লক্ষে ৩১দফা প্রস্তাবনা বাস্তবায়নের জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্য শুক্রবার বিকেলে উপজেলার চৌরাস্তা মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুল হাই মনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান।
আরও বক্তব্য রাখেন, অভয়নগর পৌর বিএনপির সভাপতি আবু নাঈম মোড়ল, সাধারন সম্পাদক রেজাউল করিম মোল্লা, বাঘারপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, অভয়নগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, অভয়নগর শ্রমিক দলের সভাপতি ও সাবেক মেয়র রবিউল হোসেন, অভয়নগর স্বে”ছাসেবক দলের আহ্বায়ক হাবিবুর রহমান, বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, সাবেক উপজেলা চেয়ারম্যান মশিয়ূর রহমান, বিএনপি নেতা হাদীউজ্জামান মিরান, এ্যাড: সিহাবুর রহমান। অভয়নগর বিএনপি নেতা রফিকুজ্জামান টুলু, হাবিবুর রহমান হাবিব প্রমুখ। সমাবেশে বাঘারপাড়া ও অভয়নগর উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ফারাজি মতিয়ার রহমান বলেন, রাষ্ট্র মেরামতে বিএনপির যে ৩১দফা প্রস্তাবনা রয়েছে তা বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে সকল শ্রেণীর কর্মী সমর্থকদের সচেতন ভূমিকা পালন করতে হবে। এসময় তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকারের কথা বলে। এজন্য বিএনপির কর্মীরা সেবাধর্মী কর্মকাণ্ডের মধ্যে দিয়ে জনসাধারণের পাশে থাকার চেষ্টা করবে।




















