বেনাপোল ইউনিয়নে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক করলেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী..নুরুজ্জামান লিটন
- আপডেট: ১০:২৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / ১০

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে,বেনাপোল ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডে নির্বাচনী আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার সময় বেনাপোল ইউনিয়ন এর গয়ড়া গ্রামের প্রাথমিক স্কুল প্রাঙ্গণে,ওয়ার্ড বিএনপির সভাপতি গনি মোড়ল এর সভাপতিত্বে ও জহুরুল ডাক্তার সঞ্চালনায় এই উঠান বৈঠক শুরু হয়।
উক্ত উঠান বৈঠকটি উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু।
এছাড়া আরও উপস্থিত ছিলেন—৪নং বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কাশেম, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ ও মুজিবুর রহমান, শার্শা উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন প্রমুখ।
এই নির্বচনী আলোচনা সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা জনগণের মাঝে ছড়িয়ে দিতে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যাতে করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করা যায় সেই লক্ষ্যে কাজ করতে হবে।
তারা আরও বলেন, ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, দলীয় কর্মীদের সঙ্গে সুসম্পর্ক এবং সাংগঠনিক ভিত্তি মজবুত করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।
সভায় নির্বাচন উপলক্ষে কর্মপরিকল্পনা, প্রচার কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে রাজনৈতিক সংগঠনকে আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।




















