সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ বিজয়ী করার বিকল্প নেই: মফিকুল হাসান তৃপ্তি
- আপডেট: ১০:২২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / ১০

নিজস্ব প্রতিবেদক: সকল ভেদাভেদ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।
শুক্রবার (২৪ অক্টোবর-২০২৫) মাগরিব বাদ যশোরের শার্শা থানার শার্শা ইউনিয়নের ৬ নম্বর স্বরূপদহ ওয়ার্ডের স্বরূপদহ বাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এর আগে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন।

সভা শুরুর আগে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারেক রহমানের বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারটি বড় পর্দায় প্রদর্শন করা হয়। স্থানীয় ওয়ার্ড বিএনপির আয়োজনে ওই ভিডিও প্রদর্শন শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পথসভা।
বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে শার্শা উপজেলা বিএনপি আজ ঐক্যবদ্ধ। আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই। সবাইকে ঐক্যবদ্ধভাবে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিএনপি অতীতেও ঐক্যবদ্ধ ছিল, আর সেই কারণেই আমরা আজ রাষ্ট্রক্ষমতা গ্রহণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছি। ইনশাল্লাহ, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমেই সেই লক্ষ্য পূরণ হবে।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের দিকনির্দেশনা না থাকলে দল আজকের এই শক্ত অবস্থানে পৌঁছাতে পারত না।”
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম মনি, আওরঙ্গজেব, জিয়াউর রহমান, আসাদুজ্জামান আসাদ, মুন্তাসিম আজিম সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাজেদুর রহমান সবুজ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান মির্জা, জনি হায়দার, সদস্য মফিজুর রহমান পিন্টু, জিয়াউর রহমান জিয়া, সাইফুল ইসলাম আসাদ, যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, জিয়াউর রহমান জিয়া, আব্দুস সবুর, রবিউল ইসলাম রবি, খন্দকার সাইফুল ইসলাম, ইমতিয়াজ রিয়াল, রাসেল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুস শহীদ, শাহজালাল আগুন, শ্রমিক দল নেতা আব্দুল হান্নান, সাবেক ছাত্রদল নেতা জিয়াউর রহমান জিয়া, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন, সদস্য ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ বিপ্লব মন্ডল, সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম বাপন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেন, আব্দুর জুবায়ের শাওন, জিয়াউর রহমান, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন, আতিকুজ্জামান সনি, তুহিন হোসেন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
সভা শেষে ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত হয় পুরো বাজার এলাকা।




















