শিরোনাম:
মনিরামপুরে এক নারীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
নিউজ ডেস্ক
- আপডেট: ০৭:০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ২৬

স্টাফ রিপোর্টার : যশোরের মনিরামপুরের রোহিতা ইউনিয়নের সরসকাটি গ্রামে মোছাঃ সুমাইয়া (২০) নামের এক মহিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ঐ গ্রামের নাহিদ হাসান এর স্ত্রী।
নিহতের শশুর বাড়ির সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল ৩ টার দিকে সুমাইয়া তার স্বামীর সাথে ঝগড়া করে সকলের অগোচরে শয়ন কক্ষের আড়ার সাথে গামছা দিয়ে গলায় ফাঁস নেয়। কিছুক্ষণের মধ্যে তার পিতা দুপুরে খাওয়ার জন্য ডাকলে উওর না দিলে জানালা দিয়ে দেখতে পায় সে ঘরের আড়ার সাথে ঝুলে আছে। তাৎক্ষণিক পিতার ডাক চিৎকারে আশপাশ হতে পরিবারের লোকজন ছুটে এসে ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাকে নিচে নামায় এবং দ্রুত ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা ৪টার দিকে তাকে মৃত বলে ঘোষনা করেন।





















