০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

বেনাপোলে বিজিবি’র চোরাচালানবিরোধী অভিযানে শাড়ি ও কসমেটিকস জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:১৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / ২২

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত এসব মালামালের বাজারমূল্য প্রায় দুই লাখ সাতান্ন হাজার পাঁচশ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বুধবার (২২ অক্টোবর-২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) টহল দল বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। অভিযানে ভারতীয় বিভিন্ন শাড়ি ও কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়, যার কোনও বৈধ কাগজপত্র ছিল না।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নিয়মিত আভিযানিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বিজিবি। এরই ধারাবাহিকতায় বুধবারের অভিযানে উল্লেখযোগ্য সাফল্য এসেছে।

তিনি আরও জানান, “বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক নির্মূলে বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে। এসব কার্যক্রম আগামীতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।”

এদিকে বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত চোরাচালান পণ্য বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবি’র চোরাচালানবিরোধী অভিযানে শাড়ি ও কসমেটিকস জব্দ

আপডেট: ০৯:১৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত এসব মালামালের বাজারমূল্য প্রায় দুই লাখ সাতান্ন হাজার পাঁচশ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বুধবার (২২ অক্টোবর-২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) টহল দল বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। অভিযানে ভারতীয় বিভিন্ন শাড়ি ও কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়, যার কোনও বৈধ কাগজপত্র ছিল না।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নিয়মিত আভিযানিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বিজিবি। এরই ধারাবাহিকতায় বুধবারের অভিযানে উল্লেখযোগ্য সাফল্য এসেছে।

তিনি আরও জানান, “বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক নির্মূলে বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে। এসব কার্যক্রম আগামীতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।”

এদিকে বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত চোরাচালান পণ্য বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।