সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচনে সভাপতি আকরামুজ্জামান ও সম্পাদক ফরহাদ
- আপডেট: ০৭:১৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / ৪২

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক ইউনিয়ন যশোরের বহুল প্রতীক্ষিত নির্বাচনে সভাপতি পদে আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে এসএম ফরহাদ পুনরায় নির্বাচিত হয়েছেন।
রোববার (১৯ অক্টোবর-২০২৫) অনুষ্ঠিত এ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে নির্বাচনের প্রতিটি ধাপ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
সভাপতি পদে আকরামুজ্জামান পেয়েছেন ৪১ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এম আইউব পেয়েছেন ২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে এসএম ফরহাদ ৫২ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী মুর্শিদুল আজিম হিরু পেয়েছেন মাত্র ১৩ ভোট।
সহ-সভাপতি পদে বিএম আসাদ ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী কাজী রকিবুল ইসলাম পেয়েছেন ২৩ ভোট। যুগ্ম সম্পাদক পদে এম এ আর মশিউর পেয়েছেন ৩৬ ভোট, গালিব হাসান পিল্টু পেয়েছেন ২৯ ভোট।
দফতর সম্পাদক পদে কাজী রফিকুল ইসলাম ৩৮ ভোটে জয়ী হয়েছেন, প্রতিদ্বন্দ্বী শেখ জালাল উদ্দিন পেয়েছেন ২৭ ভোট। কোষাধ্যক্ষ পদে মীর কামরুজ্জামান মনি ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তরিকুল ইসলাম তারেক পেয়েছেন ৩০ ভোট।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ওয়াহিদুজ্জামান মিলন পেয়েছেন ৩৩ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান মোহন পেয়েছেন ৩০ ভোট।
কার্যনির্বাহী সদস্য পদে হানিফ ডাকুয়া ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী এম এ রহমান পেয়েছেন ২০ ভোট।
ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাইফুল ইসলাম সজল। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য শেখ আব্দুল্লাহ হুসাইন ও কাজী আশরাফুল আজাদ।
সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের মাঝে সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচন সংশ্লিষ্টরা।





















