শার্শায় যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মাসুদুল আলমের মতবিনিময়
- আপডেট: ১১:৫২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / ১৬

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে গণজাগরণ তৈরি ও সাংগঠনিক কার্যক্রম জোরদারে যশোরের শার্শায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর-২০২৫) বিকেলে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জিয়া পরিষদের সদস্য ও শার্শা উপজেলা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক এবিএম মাসুদুল আলম।
সভা শুরুর আগে ফুলেল শুভেচ্ছায় অতিথিকে বরণ করে নেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, দেশের রাজনৈতিক সংকট থেকে উত্তরণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপির নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। তাদের দাবি, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় মানেই হবে জনগণের বিজয়।
সভায় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির নেতা হুমায়ুন কবির ঝুনু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সবুর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, কবির হোসেন, আওরঙ্গজেব এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান জনি প্রমুখ।
অনুষ্ঠানের শেষপর্বে প্রদর্শিত হয় বিবিসি বাংলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সাক্ষাৎকারের ভিডিওচিত্র, যা নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
সভা শেষে স্থানীয় নেতাকর্মীরা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলের সাংগঠনিক ভিত্তিকে আরও মজবুত করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।