০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৪৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • / ১৫

গ্রামের সংবাদ ডেস্ক : ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জনই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৮ জন বাংলাদেশি নাগরিক।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা বলেন, “হতাহত সবাই সাগরে মাছ ধরার কাজে যুক্ত ছিলেন। ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনায় পড়ে। গাড়িতে মোট ১১ জন ছিলেন, এর মধ্যে ঘটনাস্থলেই ৮ জন মারা গেছেন। নিহতদের মধ্যে ৭ জনের বাড়ি সন্দ্বীপে।”

নিহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন —আমিন সওদাগর, আরজু, রকি, বাবলু, শাহাবউদ্দিন, জুয়েল, রনি এবং রাউজানের আলাউদ্দিন।

প্রত্যক্ষদর্শী ও সন্দ্বীপের প্রবাসী সজীব চৌধুরী জানান, “আমরা সবাই একই এলাকায় থাকতাম। প্রতিদিনের মতো তারা সাগর থেকে মাছ ধরে প্রাইভেটকারে করে ফিরছিলেন। বাসা থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বে বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী ট্রাক তাদের গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সবাই প্রাণ হারান।”

তিনি আরও জানান, “দুর্ঘটনাটি এত ভয়াবহ ছিল যে অনেকের শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে।” নিহতদের মরদেহ বর্তমানে দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওমানে বাংলাদেশি প্রবাসী কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।

শ্রম কর্মকর্তা আসাদুল হক বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দূতাবাস মৃতদেহ বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি নিহত

আপডেট: ১২:৪৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

গ্রামের সংবাদ ডেস্ক : ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জনই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৮ জন বাংলাদেশি নাগরিক।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা বলেন, “হতাহত সবাই সাগরে মাছ ধরার কাজে যুক্ত ছিলেন। ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনায় পড়ে। গাড়িতে মোট ১১ জন ছিলেন, এর মধ্যে ঘটনাস্থলেই ৮ জন মারা গেছেন। নিহতদের মধ্যে ৭ জনের বাড়ি সন্দ্বীপে।”

নিহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন —আমিন সওদাগর, আরজু, রকি, বাবলু, শাহাবউদ্দিন, জুয়েল, রনি এবং রাউজানের আলাউদ্দিন।

প্রত্যক্ষদর্শী ও সন্দ্বীপের প্রবাসী সজীব চৌধুরী জানান, “আমরা সবাই একই এলাকায় থাকতাম। প্রতিদিনের মতো তারা সাগর থেকে মাছ ধরে প্রাইভেটকারে করে ফিরছিলেন। বাসা থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বে বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী ট্রাক তাদের গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সবাই প্রাণ হারান।”

তিনি আরও জানান, “দুর্ঘটনাটি এত ভয়াবহ ছিল যে অনেকের শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে।” নিহতদের মরদেহ বর্তমানে দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওমানে বাংলাদেশি প্রবাসী কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।

শ্রম কর্মকর্তা আসাদুল হক বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দূতাবাস মৃতদেহ বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।