০২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • /

নিজস্ব প্রতিবেদক: বিশেষ অভিযানে শার্শা থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এক পরোয়ানাভুক্ত আসামি।

সোমবার (৭ অক্টোবর ২০২৫) শার্শার উলশী (মাঠপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম আকাশ হোসেন (২৬)। তিনি শার্শা উপজেলার উলশী (মাঠপাড়া) গ্রামের মোঃ ইমন আলীর ছেলে। তার বিরুদ্ধে যশোর কোতয়ালী থানায় দায়েরকৃত জিআর ৪৪০/২৪ মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

অভিযানটি পরিচালনা করেন শার্শা থানার এএসআই মোঃ জয়নাল আবেদীন ও তার নেতৃত্বে চৌকস আভিযানিক দল।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আকাশ হোসেনের অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ তার বাড়ি ঘিরে ফেলে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আটকের পর তাকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে পুলিশ প্রহরার মাধ্যমে মঙ্গলবার ( ৭ অক্টোবর ২০২৫) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, “পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।”

Please Share This Post in Your Social Media

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

আপডেট: ০৫:০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বিশেষ অভিযানে শার্শা থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এক পরোয়ানাভুক্ত আসামি।

সোমবার (৭ অক্টোবর ২০২৫) শার্শার উলশী (মাঠপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম আকাশ হোসেন (২৬)। তিনি শার্শা উপজেলার উলশী (মাঠপাড়া) গ্রামের মোঃ ইমন আলীর ছেলে। তার বিরুদ্ধে যশোর কোতয়ালী থানায় দায়েরকৃত জিআর ৪৪০/২৪ মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

অভিযানটি পরিচালনা করেন শার্শা থানার এএসআই মোঃ জয়নাল আবেদীন ও তার নেতৃত্বে চৌকস আভিযানিক দল।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আকাশ হোসেনের অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ তার বাড়ি ঘিরে ফেলে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আটকের পর তাকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে পুলিশ প্রহরার মাধ্যমে মঙ্গলবার ( ৭ অক্টোবর ২০২৫) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, “পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।”