শিরোনাম:
ঝিনাইদহে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা কারগারে
নিউজ ডেস্ক
- আপডেট: ০৪:৪৮:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / ১০

ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও দুই সাবেক চেয়ারম্যানসহ ক্ষমতাসীন দলের তিন নেতা আদালতে আজ আত্মসমর্পণ করেছেন বলে আদালত সুত্রে জানা গেছে।
তাদের বিরুদ্ধে নানান অভিযোগ থাকায় আদালত তাঁদের সরাসরি জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আত্মসমর্পণকারী হলেন জাহাঙ্গীর হোসাইন, হরিণাকুন্ডু উপজেলার সাবেক চেয়ারম্যান, রানা হামিদ, ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও রাকিবুল হাসান রাসেল রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
কোর্ট ইন্সপেক্টর মুক্তার হোসেন জানান, আসামিরা আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।