০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

সীমান্তে বিজিবি’র অভিযানে ফেন্সিডিল ও বিদেশি মদ জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২৭:০২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / ২৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিল, বিদেশি মদ এবং ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৫ অক্টোবর ২০২৫) ৪৯ বিজিবির আওতাধীন আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ফেন্সিডিল, বিদেশি মদ এবং বেশ কিছু ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৪২ হাজার ২শ টাকা বলে জানিয়েছে বিজিবি।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। গোপন সংবাদের ভিত্তিতে আজকের অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরেই চোরাকারবারীরা বিভিন্ন পথ ব্যবহার করে মাদক পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও কড়া নজরদারির কারণে এসব চক্রকে বারবার ব্যর্থ হতে হচ্ছে।

অভিযানে আটক করা মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে হস্তান্তর করা হয়েছে। পরে তা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ধ্বংস করা হবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

সীমান্তে বিজিবি’র অভিযানে ফেন্সিডিল ও বিদেশি মদ জব্দ

আপডেট: ০৯:২৭:০২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিল, বিদেশি মদ এবং ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৫ অক্টোবর ২০২৫) ৪৯ বিজিবির আওতাধীন আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ফেন্সিডিল, বিদেশি মদ এবং বেশ কিছু ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৪২ হাজার ২শ টাকা বলে জানিয়েছে বিজিবি।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। গোপন সংবাদের ভিত্তিতে আজকের অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরেই চোরাকারবারীরা বিভিন্ন পথ ব্যবহার করে মাদক পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও কড়া নজরদারির কারণে এসব চক্রকে বারবার ব্যর্থ হতে হচ্ছে।

অভিযানে আটক করা মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে হস্তান্তর করা হয়েছে। পরে তা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ধ্বংস করা হবে বলে জানা গেছে।