শিরোনাম:
বাঘারপাড়ায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস
নিউজ ডেস্ক
- আপডেট: ০৬:১২:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / ১৭

সাঈদ ইবনে হানিফ ঃ বাঘারপাড়া (যশোর): বাঘারপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে, সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (৫ অক্টোবর) শিক্ষক দিবসের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিকুজ্জামান, একাডেমিক সুপারভাইজার ওহিদুজ্জামান, বীর প্রতীক ইসহাক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোস্তাক মোরশেদ, ওয়াদীপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ইব্রাহিম খলিল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তরুন কুমার সাহা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাবেক সভাপতি এমদাদ হোসেন, প্রধান শিক্ষক সমিরণ কুমার পাঠক প্রমুখ।
এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন উপস্থিত ছিলেন।