১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

ডিমলায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু : স্থানীয়দের সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৫১

নিজস্ব প্রতিবেদকঃ নীফামারীর ডিমলায় বেপরোয়া গতির বালুবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম নিহত হয়েছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শুটিবাড়ি বাজার সংলগ্ন গয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজের পাশের রাস্তায় দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা রফিকুল ইসলাম (৬০) খালিশাচাপানী ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটার ছিলেন। একই সঙ্গে তিনি ছাতনাই বালাপাড়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার ও ডিমলার তিতপাড়া বড় জুমা জামে মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ওই অবৈধ ভালো উত্তোলন ও বিক্রি চক্রের কয়েকটি ট্রলি শুটিবাড়ি হয়ে ডালিয়ার দিকে যাচ্ছিল। রফিকুল ইসলাম খালিশাচাপানীর নিজবাড়ি থেকে মোটরসাইকেলে মাদ্রাসায় যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভকারীরা ২৪ ঘণ্টার মধ্যে তিস্তা নদী থেকে অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধ ও ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের দাবি জানান। একই সঙ্গে সোমবার (২৯ সেপ্টেম্বর) ডিমলা-ডালিয়া সড়কসহ শুটিবাড়ি এলাকার সব সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন তারা।

উপজেলা জামায়াতের আমির মাওলানা মুজিবুর রহমান বলেন, আমরা গভীরভাবে শোকাহত। এ দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ডিমলার তেলিরবাজার এলাকায় একটি প্রভাবশালী চক্র তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করছে। এই বালু পরিবহনে ব্যবহৃত বেপরোয়া গতির ট্রলিগুলোর কারণে এলাকার সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে

Please Share This Post in Your Social Media

ডিমলায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু : স্থানীয়দের সড়ক অবরোধ

আপডেট: ০৬:৫৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ নীফামারীর ডিমলায় বেপরোয়া গতির বালুবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম নিহত হয়েছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শুটিবাড়ি বাজার সংলগ্ন গয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজের পাশের রাস্তায় দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা রফিকুল ইসলাম (৬০) খালিশাচাপানী ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটার ছিলেন। একই সঙ্গে তিনি ছাতনাই বালাপাড়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার ও ডিমলার তিতপাড়া বড় জুমা জামে মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ওই অবৈধ ভালো উত্তোলন ও বিক্রি চক্রের কয়েকটি ট্রলি শুটিবাড়ি হয়ে ডালিয়ার দিকে যাচ্ছিল। রফিকুল ইসলাম খালিশাচাপানীর নিজবাড়ি থেকে মোটরসাইকেলে মাদ্রাসায় যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভকারীরা ২৪ ঘণ্টার মধ্যে তিস্তা নদী থেকে অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধ ও ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের দাবি জানান। একই সঙ্গে সোমবার (২৯ সেপ্টেম্বর) ডিমলা-ডালিয়া সড়কসহ শুটিবাড়ি এলাকার সব সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন তারা।

উপজেলা জামায়াতের আমির মাওলানা মুজিবুর রহমান বলেন, আমরা গভীরভাবে শোকাহত। এ দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ডিমলার তেলিরবাজার এলাকায় একটি প্রভাবশালী চক্র তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করছে। এই বালু পরিবহনে ব্যবহৃত বেপরোয়া গতির ট্রলিগুলোর কারণে এলাকার সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে