১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

তিস্তা নদী হতে অবৈধভাবে পাথর উত্তলনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ৯১

নিজস্ব প্রতিবেদকঃনীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদী হতে অবৈধভাবে পাথর উত্তোলন করার সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয।অভিযানে ১৩টি ইঞ্জিন চালিত নৌকা ধংস করে এবং পাথর তোলার কাজে ব্যবহৃত সকল যন্ত্রপাতি জব্দ করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

স্থানীয় একটি একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন থেকে ইঞ্জিন চালিত নৌকা দ্বারা তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসিতেছে। এর আগেও একাধিকবার অভিযান চালিয়ে এদের কার্যক্রম বন্ধ করা যায়নি।

গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা নদী থেকে পাথর উত্তোলন কারীদের বিরুদ্ধে ০৩(তিন) ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাথর উত্তোলনের জন্য ব্যবহৃত ১৩টি ইঞ্জিনচালিত নৌকা বিনষ্ট করা হয় এবং পাথর উত্তোলনে ব্যবহৃত যন্ত্রাংশ জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ২৬ জন সদস্য সহায়তা করেন এবং পুলিশের একটি চৌকস দল এসময় উপস্থিত ছিল। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান ও সহকারী কমিশনার(ভুমি) রওশন কবির জানান, তিস্তা নদী  থেকে এভাবে পাথর উত্তোলন করা সম্পূর্ণ অবৈধ।

অবৈধভাবে কেউ তিস্তা নদী থেকে পাথর উত্তোলন করতে পারবে না। পাথর উত্তোলনের বিরুদ্ধে ডিমলা উপজেলা প্রশাসন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

তিস্তা নদী হতে অবৈধভাবে পাথর উত্তলনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট: ০৬:৫৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃনীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদী হতে অবৈধভাবে পাথর উত্তোলন করার সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয।অভিযানে ১৩টি ইঞ্জিন চালিত নৌকা ধংস করে এবং পাথর তোলার কাজে ব্যবহৃত সকল যন্ত্রপাতি জব্দ করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

স্থানীয় একটি একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন থেকে ইঞ্জিন চালিত নৌকা দ্বারা তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসিতেছে। এর আগেও একাধিকবার অভিযান চালিয়ে এদের কার্যক্রম বন্ধ করা যায়নি।

গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা নদী থেকে পাথর উত্তোলন কারীদের বিরুদ্ধে ০৩(তিন) ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাথর উত্তোলনের জন্য ব্যবহৃত ১৩টি ইঞ্জিনচালিত নৌকা বিনষ্ট করা হয় এবং পাথর উত্তোলনে ব্যবহৃত যন্ত্রাংশ জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ২৬ জন সদস্য সহায়তা করেন এবং পুলিশের একটি চৌকস দল এসময় উপস্থিত ছিল। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান ও সহকারী কমিশনার(ভুমি) রওশন কবির জানান, তিস্তা নদী  থেকে এভাবে পাথর উত্তোলন করা সম্পূর্ণ অবৈধ।

অবৈধভাবে কেউ তিস্তা নদী থেকে পাথর উত্তোলন করতে পারবে না। পাথর উত্তোলনের বিরুদ্ধে ডিমলা উপজেলা প্রশাসন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।