খাগড়াছড়িতে জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয় সভা
- আপডেট: ১০:৩৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / ৮

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সমতা, জবাবদিহিতা ও সবার অংশগ্রহণ নিশ্চিত করা। এই লক্ষ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলায় অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয় সভা।
শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) বিকালে জেলা সদরের খুমপুই রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় স্বাস্থ্যসেবায় তরুণদের ভূমিকা, জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলা এবং জনগণের অংশগ্রহণ বাড়ানোর নানা দিক নিয়ে আলোচনা হয়।
এ সভাটি স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতি যৌথ আয়োজনে অনুষ্ঠিত। এতে সহযোগিতায় বাংলাদেশ হেলথ ওয়াচ। সভায় তরুণ প্রতিনিধিদের প্রাণবন্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষকে মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে হলে স্থানীয় পর্যায়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। শুধু সরকারি উদ্যোগ নয়, বরং জনসম্পৃক্ততা ও জবাবদিহিতার মাধ্যমে স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
এছাড়াও “গ্রামের মানুষ যেন সহজে স্বাস্থ্যসেবা পায়, সেই নিশ্চয়তা দিতেই আমাদের মতো তরুণদের এগিয়ে আসতে হবে। সমন্বয় সভা আমাদের সেই দিকেই নতুন অনুপ্রেরণা দিচ্ছে।”
বক্তারা আরও বলেন “স্বাস্থ্যসেবা শুধু ডাক্তার বা হাসপাতালের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি অধিকার। এই অধিকার নিশ্চিত করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
সভায় তরুণরা স্বাস্থ্য অধিকার বাস্তবায়নের জন্য তিনটি মূল দিককে গুরুত্ব দেন, সমতা নিশ্চিত করা, যেন প্রত্যন্ত এলাকার মানুষও সমান স্বাস্থ্যসেবা পায়। জবাবদিহিতা বৃদ্ধি করা, স্বাস্থ্য খাতে অনিয়ম দূর করে স্বচ্ছতা আনা। সবার অংশগ্রহণ নিশ্চিত করা স্থানীয় মানুষকে স্বাস্থ্য বিষয়ে সচেতন ও সম্পৃক্ত করা।
আলোচনা শেষে বক্তারা আশা প্রকাশ করেন, স্বাস্থ্য অধিকার যুব ফোরামের মতো উদ্যোগ তরুণদের সম্পৃক্ত করে খাগড়াছড়ি জেলার স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী ও জনবান্ধব করে তুলবে।