শার্শার উলাশী ইউনিয়নের কন্যাদহে বিএনপির নির্বাচনী প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত
- আপডেট: ০৯:০৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
- / ৩১

নিজস্ব প্রতিবেদক : শার্শা উপজেলার ৯নং উলাশী ইউনিয়নের ৬নং ওয়ার্ড কন্যাদহ গ্রামে বিএনপির নির্বাচনী প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার সময় কন্যাদহ গ্রামের কানিপাড়ায় ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে নির্বাচনী প্রস্তুতি মূলক আলোচনা সভা করা হয়।
এ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী।
এই সভায় বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের পক্ষে,বিএনপির সাধারণ কর্মীদের কে আগামী সংসদ নির্বাচনের ভোট নিয়ে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, ৬নং কন্যাদহ ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হজরত আলী, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, ৯নং উলাশী ইউনিয়ন বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক মিন্টু বিশ্বাস,বিএনপির নেতা লাল্টু, জাহাঙ্গীর সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।