যশোরে ডিবির অভিযানে ১৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- আপডেট: ০৩:৪৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / ৫০

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় শহরের পুরাতন কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবির একটি চৌকস টিম।
জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) বাবলা দাস, এএসআই নির্মল কুমার ঘোষ ও সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে পুরাতন কাজীপাড়ার রুমি নামের এক ব্যক্তির বাড়ির সামনে পাকা রাস্তা থেকে সবুজ কবির ওরফে পিরু (৪৩) নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটকের সময় তার কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় ৪২ হাজার টাকা।
আটককৃত সবুজ কবির ওরফে পিরু যশোর সদর উপজেলার পুরাতন কসবা, কাজীপাড়া, আমতলা মোড় এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে।
এ ঘটনায় ডিবির এসআই বাবলা দাস বাদী হয়ে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আটক সবুজ কবিরকে আদালতে সোপর্দের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।