০৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

বেনাপোলে কাঁচা মরিচ বোঝাই ট্রাকে পিস্তল ও গুলি, দুই ভারতীয় আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৫৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ৭২

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল চেকপোস্টে কাঁচা মরিচ আমদানির আড়ালে অস্ত্র পাচারের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) বেনাপোল কার্গো ভেহিকেল টার্মিনালে অভিযান চালিয়ে কাঁচা মরিচ বোঝাই ভারতীয় ট্রাক থেকে একটি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি জব্দ করেছে বিজিবি সদস্যরা। এ সময় ট্রাকচালকসহ দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ টহলদল সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে মেইন পিলার ১৮/৩-এস থেকে প্রায় ১০ গজ ভেতরে, আমদানি-রপ্তানি গেটসংলগ্ন স্থানে তল্লাশির সময় ভারতীয় নম্বরযুক্ত একটি ট্রাক (CG04PU5288) আটক করে। ট্রাকটিতে কাঁচা মরিচ বোঝাই থাকলেও, চালকের দেহ তল্লাশি চালিয়ে একটি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—গুরজীত সালুজা (৩১), পিতা- জাস পাল সালুজা এবং রাম দাস নাওয়াদি (২৪), পিতা- মালকিয়া নাওয়াদি। উভয়ের বাড়ি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের চন্দ্র শিকড় ওয়ার্ড, সদর বিতুল এলাকায়।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বাজারমূল্য প্রায় ১ লাখ ৩ হাজার ৭২০ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক, স্বর্ণ, রূপা, ডলার, হুন্ডি ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবি বিশেষ গোয়েন্দা কার্যক্রম ও অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে এই সাফল্য।”

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে কাঁচা মরিচ বোঝাই ট্রাকে পিস্তল ও গুলি, দুই ভারতীয় আটক

আপডেট: ০২:৫৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল চেকপোস্টে কাঁচা মরিচ আমদানির আড়ালে অস্ত্র পাচারের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) বেনাপোল কার্গো ভেহিকেল টার্মিনালে অভিযান চালিয়ে কাঁচা মরিচ বোঝাই ভারতীয় ট্রাক থেকে একটি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি জব্দ করেছে বিজিবি সদস্যরা। এ সময় ট্রাকচালকসহ দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ টহলদল সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে মেইন পিলার ১৮/৩-এস থেকে প্রায় ১০ গজ ভেতরে, আমদানি-রপ্তানি গেটসংলগ্ন স্থানে তল্লাশির সময় ভারতীয় নম্বরযুক্ত একটি ট্রাক (CG04PU5288) আটক করে। ট্রাকটিতে কাঁচা মরিচ বোঝাই থাকলেও, চালকের দেহ তল্লাশি চালিয়ে একটি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—গুরজীত সালুজা (৩১), পিতা- জাস পাল সালুজা এবং রাম দাস নাওয়াদি (২৪), পিতা- মালকিয়া নাওয়াদি। উভয়ের বাড়ি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের চন্দ্র শিকড় ওয়ার্ড, সদর বিতুল এলাকায়।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বাজারমূল্য প্রায় ১ লাখ ৩ হাজার ৭২০ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক, স্বর্ণ, রূপা, ডলার, হুন্ডি ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবি বিশেষ গোয়েন্দা কার্যক্রম ও অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে এই সাফল্য।”

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।