বেনাপোলে বিজিবি’র অভিযানে বিদেশি মদসহ অবৈধ মালামাল জব্দ
- আপডেট: ০৮:১৫:২১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৮

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ীসহ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) টহল দল বেনাপোল আইসিপি ও আমড়াখালী সীমান্ত এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে। জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ১,৫৭,৫০০/- (এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশত) টাকা।
এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, “দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাচালানী পণ্য পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি চক্র। এসব অপরাধ রোধে বিজিবি’র পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে আজকের অভিযানে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়।”
তিনি আরও জানান, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে এবং তা আইনানুগ প্রক্রিয়া শেষে ধ্বংস করা হবে। অপরদিকে, অন্যান্য চোরাচালানি মালামাল যথাযথ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে যেকোনো ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।