খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ এপ্রিল ৪, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 3476 বার
বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল থেকে ৮০০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব-৬) সদস্যরা।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে যশোর র্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের একটি বাঁশ বাগানে কতিপয় মাদক কারবারি ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে। এমব তথ্যের ভিত্তিতে যশোর ক্যাম্পের এর একটি আভিযানিক দল বুধবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে বাহাদুরপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে কেসমত আলী (৩৮)কে আটক করে।
এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির স্বীকারোক্তি অনুযায়ী বাগানের ভিতর শুকিয়ে যাওয়া ডোবার মধ্যে থেকে তল্লাশী করে বিশেষ কায়দায় মাটি ও শুকনা পাতা চাপা দিয়ে লুকিয়ে রাখা ৮০০ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ করে।
জব্দকৃত আলামত ও আটককৃত আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর এবং আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।