ডিহি ও নিজামপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত
- আপডেট: ০৯:২৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ৪৮

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে যশোর জেলার শার্শা উপজেলার ডিহি ও নিজামপুর ইউনিয়নে পৃথক পৃথক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ আগস্ট-২০২৫) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ কর্মীসভাগুলো অনুষ্ঠিত হয়। ডিহি ও নিজামপুর ইউনিয়নের কর্মীসভা স্ব স্ব ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে এসব কর্মীসভার আয়োজন করা হয় বলে জানান সংশ্লিষ্ট নেতারা।
শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাকিবুল হাসান রিপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. সেলিম হোসেন আশার সঞ্চালনায় কর্মীসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম রেজা অর্ণব ও শফিকুল ইসলাম জয়।
এছাড়া কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াছি উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ইকরাজ আহমেদ রাজ, এস এম আব্দুল হক, মো. আবু বক্কর সিদ্দিকী মিলন,তৌহিদুল ইসলাম তৌহিদ সহ ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা আগামী দিনের আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার নির্দেশনা দেন।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, এই ধরনের কর্মীসভা দলের কর্মসূচি বাস্তবায়নে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং মাঠের আন্দোলন জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।