০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫

নীলফামারী পৌরসভার কর্মিদের কাজের গতি বাড়াতে বাই-সাইকেল উপহার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:১৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / ১১৪

নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারী পৌরসভার কাজের গতি বাড়াতে চার বিভাগের দশজন কর্মীকে বাই-সাইকেল উপহার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে পৌরসভা প্রাঙ্গণে কর্মীদের হাতে এই বাই-সাইকেলগুলো উপহার হিসেবে তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, নীলফামারী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ফিরোজ কবির, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম মোস্তফা ও পৌরসভার উপকারভোগী শ্রমিক কর্মচারীবৃন্দ।

পৌর প্রশাসক সাইদুল ইসলাম জানান, কর্মীদের যাতায়াতের সুবিধা ও পৌরসভার কাজের গতি বাড়ানোর জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। কর, পানি সরবরাহ, প্রকৌশল ও স্বাস্থ্য শাখার প্রতিটি বিভাগের দুইজন করে মোট দশজন কর্মীর মাঝে একটি করে বাই-সাইকেল প্রদান করা হয়।

বাইসাইকেল উপহার পেয়ে শ্রমিকদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। তারা বলেন, এই সাইকেলটি পাওয়ায় আমাদের কাজের গতি বেড়ে যাবে। আমরা দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে পৌরবাসীকে সেবা দিতে পারব, আমাদের আর অন্য যানবাহনের উপর নির্ভর করতে হবে না। আমাদের বাইসাইকেল উপহার দেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Please Share This Post in Your Social Media

নীলফামারী পৌরসভার কর্মিদের কাজের গতি বাড়াতে বাই-সাইকেল উপহার

আপডেট: ০৫:১৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারী পৌরসভার কাজের গতি বাড়াতে চার বিভাগের দশজন কর্মীকে বাই-সাইকেল উপহার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে পৌরসভা প্রাঙ্গণে কর্মীদের হাতে এই বাই-সাইকেলগুলো উপহার হিসেবে তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, নীলফামারী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ফিরোজ কবির, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম মোস্তফা ও পৌরসভার উপকারভোগী শ্রমিক কর্মচারীবৃন্দ।

পৌর প্রশাসক সাইদুল ইসলাম জানান, কর্মীদের যাতায়াতের সুবিধা ও পৌরসভার কাজের গতি বাড়ানোর জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। কর, পানি সরবরাহ, প্রকৌশল ও স্বাস্থ্য শাখার প্রতিটি বিভাগের দুইজন করে মোট দশজন কর্মীর মাঝে একটি করে বাই-সাইকেল প্রদান করা হয়।

বাইসাইকেল উপহার পেয়ে শ্রমিকদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। তারা বলেন, এই সাইকেলটি পাওয়ায় আমাদের কাজের গতি বেড়ে যাবে। আমরা দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে পৌরবাসীকে সেবা দিতে পারব, আমাদের আর অন্য যানবাহনের উপর নির্ভর করতে হবে না। আমাদের বাইসাইকেল উপহার দেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।