ফরিদপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত
- আপডেট: ০৩:০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / ২৩৬

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর : জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষ্যে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি), ফরিদপুরের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। ’প্রযুক্তি নির্ভর শক্তি, বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যে অনুষ্ঠিতব্য এই র্যালীতে এসডিসি’র রেইজ প্রকল্পের শতাধিক শিষ্য, ওস্তাত ও অংশীজন অংশগ্রহণ করে।
মঙ্গলবার(১২ আগষ্ট) সকাল সাড়ে ৯টায় এসডিসি’র নির্বাহী পরিচালক কাজী আশারফুল হাসানের নেতৃত্বে এসডিসি;র প্রধান কার্যালয় থেকে এই র্যালী শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় এবং পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফরিদুপর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এই সম্মিলিত র্যালীতে নেতৃত্ব্ দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: সোহরাব হোসেন, মো: বাকাহীদ হোসেন, উপ-সচিব, প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ, ফরিদপুর, ডা: মাহমুদুল হাসান, সিভিল সার্জন ফরিদপুর এবং মো: মঈনুল আহসান, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, ফরিদপুর। পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ) এর অর্থায়নে এবং রেইজ প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই র্যালীতে আরো উপস্থিত ছিলেন প্রকল্পের সমন্বয়কারী মো: ইকরাম হোসেন, লাইভ স্কীল অফিসার মো: কারবিুর ইসলাম, হিসাব কর্মকর্তা মো: সাইদুল রহমান এবং এসডিসির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।





















