ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসে শালিখা উপজেলা বিএনপির বিজয় র্যালি-পথসভা অনুষ্ঠিত
- আপডেট: ০৮:২৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / ১৩৮

শালিখা(মাগুরা) প্রতিনিধিঃ লক্ষণ কুমার মন্ডল : আজ ৫আগষ্ট শালিখা উপজেলা বিএনপির বিজয় র্যালি অনুষ্ঠিত হয় বিকাল ৪টায়। এসময় র্যালিটি আড়পাড়া বাজারের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করেন।
উক্ত বিজয় র্যালি উপলক্ষে সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুজাফফর হোসেন টুকু বক্তব্য বলেন, উপজেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি শুরু করেন বক্তব্য শুরু করে। তিনি বলেন ২০০৮ সাল থেকে এই ফ্যাসিবাদী হাসিনা বিরুদ্ধে তারেক জিয়ার নেতৃত্বে ফ্যাসিবাদী আন্দোলন শুরু করেছিল জাতীয়তাবাদী দল বিএনপি। সেই আন্দোলন করতে গিয়ে প্রথম শহীদ হয় উপজেলার মশিয়ার রহমান। ও এই ১৫ বছরে ঘুম, খুন হয়েছে, তাদের সবার জন্য আত্মার মাগফিরাত কামনা করি।
শালিখা উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক আনিসুর রহমান মিলটন,বক্তব্য বলেন, আজ যাদের জীবনের বিনিময়ে ও জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাষ্ট্র আজ আমরা ফিরে পেয়েছি তা ব্যর্থ হতে দেব না।ও শহীদদের প্রতি শালিখা বিএনপি’র পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।
এ সময় উপস্থিত ছিলেন,যুগ্ন আহবায়ক শহীদুজ্জামান শহীদ, যুবদলের সাবেক আহবায়ক মুন্সির সোহেল রানা, সাবেক, জেলা ছাত্রনেতা রেজাউল ইসলাম রেজাল আলী, জেলা যুবদলের সদস্য রিয়াজ মোল্লা, মাজেদ মোল্লা, যুবনেতা, কবির সরদার, আব্দুল্লাহ ঢালি।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ-সভাপতি কায়সার হোসেন প্রমুখ।






















