১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ২০০ পুরিয়া হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / ৮৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানার পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ পুরিয়া হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৩ আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় (পশ্চিমপাড়া) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে জানা গেছে, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল মিয়ার দিকনির্দেশনায় এসআই মো. রাশেদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। এ সময় স্থানীয় বাসিন্দা মোছাঃ রেহেনা বেগম (৬৫)-এর বসতবাড়ির উঠান থেকে তার কাছ থেকে মোট ২০০ পুরিয়া হেরোইনসহ (ওজন প্রায় ২০ গ্রাম) একটি কাগজে মোড়ানো অবস্থায় হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রেহেনা বেগম হেরোইন সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আসামিকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত রেহেনা বেগমের বাড়ি যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় (রেললাইনপাড়া) গ্রামে। তিনি মৃত হাবিবুর রহমানের স্ত্রী।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাসেল মিয়া বলেন, “মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে। বেনাপোলকে মাদকমুক্ত করতে পুলিশ সবসময় সচেষ্ট।”

Please Share This Post in Your Social Media

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ২০০ পুরিয়া হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: ১২:০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানার পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ পুরিয়া হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৩ আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় (পশ্চিমপাড়া) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে জানা গেছে, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল মিয়ার দিকনির্দেশনায় এসআই মো. রাশেদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। এ সময় স্থানীয় বাসিন্দা মোছাঃ রেহেনা বেগম (৬৫)-এর বসতবাড়ির উঠান থেকে তার কাছ থেকে মোট ২০০ পুরিয়া হেরোইনসহ (ওজন প্রায় ২০ গ্রাম) একটি কাগজে মোড়ানো অবস্থায় হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রেহেনা বেগম হেরোইন সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আসামিকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত রেহেনা বেগমের বাড়ি যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় (রেললাইনপাড়া) গ্রামে। তিনি মৃত হাবিবুর রহমানের স্ত্রী।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাসেল মিয়া বলেন, “মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে। বেনাপোলকে মাদকমুক্ত করতে পুলিশ সবসময় সচেষ্ট।”