ঝিকরগাছা পৌর বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট: ০৮:৪২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / ১৭০

সাব্বির হোসেন, ঝিকরগাছা (যশোর): ঝিকরগাছা পৌর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৫ আগস্ট ‘বিজয় মিছিল’, সদস্য সংগ্রহ অভিযান এবং পৌর মহিলা কর্মী সমাবেশকে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা হয়।
শনিবার (২ আগস্ট) বিকেলে পৌরসদরের মোবারকপুরস্থ হৈবত জিনিং সেন্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মো. রুহুল আমিন সুজন। সভায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মন্টু, সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর আফরোজ মনা ও সাজ্জাদুল আলম লিটন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবলা ও আলী হোসেন লাল্টু।
এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহ্বায়ক এমরান রেজা খোকন, সহ-সভাপতি আব্দুর রশীদ, মো. শহীদুল ইসলাম ও মো. ফারুক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিজুরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবির হোসেন লিপন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তারিক মোহাম্মদ, শ্রম বিষয়ক সম্পাদক আহসান হাবিব, দপ্তর সম্পাদক বাবলুর রহমান, সহ-দপ্তর সম্পাদক আব্দুল কাদের, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক কবির হোসেন, নিজাম উদ্দীন, সাজ্জাদ হোসেন, ফারুক হোসেন, আইয়ুবসহ পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এছাড়াও সভায় যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, “বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে। সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হলে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় হতে হবে।”
সভায় দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সংগঠনকে শক্তিশালীকরণ এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়