বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট: ০২:২৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / ৯১

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল পোর্ট থানা পুলিশের সফল মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই-২০২৫) সকাল ১০.৩০ ঘটিকায় বেনাপোল পোর্ট থানার এসআই মোঃ মিলন মোল্লা, সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে নারায়নপুর দক্ষিণপাড়া এলাকার মোঃ জাহাঙ্গীর হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানে তার বসত বাড়ির শয়নকক্ষের চৌকির নিচে লুকানো অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৫) যশোরের বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর (দক্ষিণপাড়া) গ্রামের মোঃ রমজান আলীর ছেলে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া জানান, মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশ অভিযান অব্যাহত রাখবে এবং এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্র আরো জানান, আটক আসামী’র বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। আজই তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।