০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

বেনাপোল ও আন্দুলিয়া সীমান্তে বিজিবি’র অভিযানে ৭ লক্ষাধিক টাকার বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / ৭২

নিজস্ব প্রতিবেদক: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ আন্দুলিয় ও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও বিভিন্ন পণ্য সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৩০ জুলাই-২০২৫) পরিচালিত এই অভিযানে ভারত থেকে পাচারকৃত গাঁজা, শাড়ি, থ্রী-পিস, পোশাক সামগ্রী, তামাক, কেমিক্যাল ঔষধ এবং কসমেটিক্সসহ নানা ধরনের চোরাচালানি পণ্য আটক করা হয়। জব্দকৃত এসব মালামালের বাজারমূল্য প্রায় ৭,০৪,৯০০/- (সাত লক্ষ চার হাজার নয়শত) টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি। তিনি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, “দীর্ঘদিন যাবত সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকাগুলোতে সফলভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, জব্দকৃত ভারতীয় পণ্যসমূহ কাস্টমস-এর নিকট হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে, যা পরবর্তীতে বিধিমোতাবেক ধ্বংস করা হবে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও মাদক ও চোরাচালান রোধে এ ধরনের আভিযানিক কার্যক্রম আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোল ও আন্দুলিয়া সীমান্তে বিজিবি’র অভিযানে ৭ লক্ষাধিক টাকার বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ

আপডেট: ০৮:২১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ আন্দুলিয় ও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও বিভিন্ন পণ্য সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৩০ জুলাই-২০২৫) পরিচালিত এই অভিযানে ভারত থেকে পাচারকৃত গাঁজা, শাড়ি, থ্রী-পিস, পোশাক সামগ্রী, তামাক, কেমিক্যাল ঔষধ এবং কসমেটিক্সসহ নানা ধরনের চোরাচালানি পণ্য আটক করা হয়। জব্দকৃত এসব মালামালের বাজারমূল্য প্রায় ৭,০৪,৯০০/- (সাত লক্ষ চার হাজার নয়শত) টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি। তিনি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, “দীর্ঘদিন যাবত সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকাগুলোতে সফলভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, জব্দকৃত ভারতীয় পণ্যসমূহ কাস্টমস-এর নিকট হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে, যা পরবর্তীতে বিধিমোতাবেক ধ্বংস করা হবে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও মাদক ও চোরাচালান রোধে এ ধরনের আভিযানিক কার্যক্রম আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।