বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে ফেন্সিডিলসহ ১ পাচারকারী গ্রেফতার
- আপডেট: ০৮:৫৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / ৫৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল, বিদেশী মদ, চকলেট, শাড়ি, কম্বল, খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন পাচারকারীকে আটক করা হয়।
মঙ্গলবার (২৯ জুলাই) ৪৯ বিজিবির অধীন ধান্যখোলা, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ২ লাখ ৩৩ হাজার ১০০ টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তি হলেন—মো. অমিত হোসেন (২৭), তিনি বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। তাকে আইনী প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মাদকদ্রব্য ও চোরাচালান দমনে সীমান্তে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, “দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকা দিয়ে মাদকসহ বিভিন্ন চোরাচালানী পণ্যের পাচার চলছে। এই চক্রকে ধরতে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”