গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সাইকেল বিতরণ
- আপডেট: ০৫:০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / ৫৮

নিজস্ব প্রতিবেদক: শার্শা উপজেলার গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই-২০২৫) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সালাহউদ্দিন আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি)কে. এম. রবিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার এ কে এম নুরুজ্জামান।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক তানজির ইসলাম খান কনি, বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কামারুল আলম, অভিভাবক সদস্য আব্দুস সালাম, আব্দুল মালেক, আল সেলিম রেজা, জয়নাল আবেদীন ও তরিকুল ইসলাম মিঠু।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়নে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পরে বিদ্যালয়ের মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ ও বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।